দিরাইয়ে ঝুকিপূর্ণ ব্রীজ পুনঃনির্মাণের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের মিলনগঞ্জ বাজার সংলগ্ন ব্রীজটি মরণফাঁদে পরিনত হয়েছে। দীর্ঘদিন ধরে ব্রীজটির উপরের রেলিংয়ের কয়েকটি জায়গা ভেঙে গেছে। নিচের প্রায় সবকটা পিলারের পলেস্তারা খসে রড বেরিয়ে পরেছে। বলা চলে ব্রীজটি কোনরকমে লোহার রডের উপর ভর করে দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে ব্রীজ ধসে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিকল্প না থাকায় ঝুকিপূর্ণ এ ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
জানা যায়, আশির দশকে তৎকালীন উপজেলা চেয়ারম্যান নাছির উদ্দীন চৌধুরীর প্রচেষ্টায় নির্মিত হয় ব্রীজটি। বর্তমানে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এ ব্রীজ পুনঃনির্মাণের দাবিতে বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট জায়গায় একাধিকবার যোগাযোগ করেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। বুধবার বিকাল ৪টার দিকে ব্রীজটি মেরামতের দাবিতে সর্বস্থরের এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নিয়ে ব্রীজ পুনঃনির্মাণের দাবী জানান।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি ও স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার সুদৃষ্টি কামনা করে বিশাল মানববন্ধননে বক্তব্য রাখেন এলাকার প্রবীন ব্যক্তি আব্দুর রহমান, আজমল খান , মাহমুদ হোসেন চৌধুরী, তারাপাশা ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রকিব, টংগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসির চৌধুরী, রাড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, সমাজসেবক আলাউর রহমান তালুকদার, শামসুল ইসলাম আবাব মিয়া, হাতিয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি একরার হোসেন, ইউপি সদস্য চান মিয়া চৌধুরী, যুবনেতা শিহাব আহমেদ, হিরা মিয়া, সাংবাদিক সুজন মিয়া ও উমেদ আলী প্রমুখ।