জাতীয়সারাদেশ

দিরাইয়ে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপনের উদ্বোধন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলার চাপতির হাওরে উপজেলা কৃষি পুর্নবাসন কমিটির আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধানের চারা রোপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী।

দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শাহীন আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলার উপ-পরিচালক ফরিদুল হাসান, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আবু মোহাম্মদ মনিরুজ্জামান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি প্রকৌশলী তাপস বৈস্য, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, কৃষক শাহীন চৌধুরী, রায়হান মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, শ্রমিক দিয়ে প্রতি বিঘা জমিতে চারা রোপনে যেখানে নুন্যতম ৬শ টাকা ব্যয় হবে, সেখানে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে খরচ পড়বে ১৬০ টাকা। এরমধ্যে শ্রমিক সংকটতো রয়েছেই। এছাড়া সনাতন পদ্ধতিতে চারা উৎপাদনে ৩০ থেকে ৪০ দিন লাগে। রাইস ট্রান্সপ্লান্টারের ব্যবহার্য চারা ১২ থেকে ১৪ দিনে রোপন করা যায়। চারার শিকড় ক্ষতিগ্রস্থ হয় না। এতে উৎপাদন অন্ততঃ ২০ শতাংশ বৃদ্ধি পায়। কৃষি কাজে আধূনিক যন্ত্রপাতি ব্যবহারের জন্য কৃষকদের আহবান জানান বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap