রাজনীতিসারাদেশ

১৫ ফেব্রুয়ারির মধ্যে দিরাই উপজেলা আ.লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মতিউর রহমান বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কেউ গৃহহীন থাকবে না। সবাইকে জায়গাসহ ঘর করে দিবেন। তিনি বলেন, হাওর এলাকায় অনেক সমস্যা রয়েছে। যোগাযোগ ব্যবস্থা অনেকটা পিছিয়ে রয়েছে। সবাই মিলে একসাথে কাজ করে উন্নয়নকে এগিয়ে নিতে হবে। দিরাই শাল্লা সড়ক নির্মাণ কাজ এবছর সম্পন্ন হবে। মতিউর রহমান বলেন, আমাদের দলে অনেক দুর্বলতা রয়েছে। দলের নেতারা অনেক সমস্যা নিয়ে আমার সাথে কথা বলেন। দলের সবাইকে নিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন করা হবে। সদ্য অনুষ্ঠিত পৌর নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নির্বাচন অনেক কিছু পরিস্কার করে দিয়ে গেছে। কারা ব্যবসার জন্য দল করে, আবার কারা দলে থেকেই বিরোধিতা করে তাদের মুখোশ উন্মেচন হয়েছে। আগামী কমিটিতে ব্যবসায়ীদের বিদায় করে ত্যাগীদের মুল্যায়ন করা হবে। নৌকার পক্ষে জননেত্রী শেখ হাসিনার পক্ষে যাদের অবস্থান তাদের পুরুস্কৃত করা হবে।

শনিবার বেলা ২ টায় দিরাই উপজেলা আওয়ামীলীগ আয়োজিত দলীয় কার্যালয় প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এওর মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা আওযামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, নবনির্বাচিত পৌর মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, যুবলীগ নেতা মকসদ আলম, শ্রমিকলীগ নেতা কফিল উদ্দিন, ছাত্রলীগ নেতা সজীব নূর প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap