
দিরাই প্রতিনিধি :: দিরাইয়ে সদ্য গঠিত উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদল আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২ টায় দিরাই সরকারি কলেজ থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এরপর থানা রোডের দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় দিরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজাউল হাসান রিজু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান শাহীন, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সালমান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ, ফাহিম মিয়া, জোবায়েদ আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, হোসাইন আহমদ, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক অমিত হাসান, সাদিকুর রহমান, সদস্য সামসুল করিম, নাহিদ চৌধুরী প্রমুখ।
বক্তারা দিরাই উপজেলা, পৌর ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদ্য গঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, বিভাগীয় সাংগঠনিক টিম ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।