সারাদেশ

পৌরবাসীকে মেয়র বিশ্বজিৎ রায়ের ঈদের শুভেচ্ছা

দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। মেয়রের শুভেচ্ছা বার্তাটি নিম্নরুপ- ‌প্রিয় পৌরবাসী, আদাব/নমস্কার। সকলকে মুসলিম উম্মার সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। বিশ্ব স্বাস্থ্য মহামারি করোনা ভাইরাসের সংক্রমনে নাজুক এই পরিস্থিতিতে এবার আমরা ঈদ পালন করছি। দিরাইয়ের প্রাণপ্রিয় পৌরবাসি সহ দেশ-বিদেশে অবস্থানকারী সকলকে জানাই ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। সম্মানিত নাগরিকবৃন্দ, আপনারা জানেন, বিশ্বজুড়েই করোনা মহামারির কারণে জনজীবন বিপর্যস্ত। আমাদের দেশেও ছোবল বসিয়েছে করোনা। তাই উৎসবের এই দিনটিও আমাদের পালন করতে হচ্ছে সতর্কতার সঙ্গে, অনেক বিধিনিষেধ মেনে। আনন্দের এই দিনে আমি স্মরণ করছি, আমাদের সেইসব স্বজনদের, যারা আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন পরপারে। বিশেষ করে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে দেশে-বিদেশে আমাদের অনেক প্রিয়জন হারিয়েছি। তাদের আত্মার শান্তি কামনা করছি। আর বর্তমানে যারা করোনা ভাইরাসে আক্রান্ত সহ নানা অসুস্থতায় জীবন যুদ্ধে লড়ছেন, তাদের জন্য সৃষ্টিকর্তার কাছে দ্রুত সুস্থতার দোয়া প্রার্থনা করছি। আসুন সবাই মিলে আমাদের বাংলাদেশ তথা প্রানের শহর দিরাইকে আধুনিক, উন্নত ও সমৃদ্ধশালী শহর প্রতিষ্ঠায় একসাথে কাজ করি। সম্মানিত পৌরবাসি, করোনা ভাইরাসের সংক্রমন দিনকে দিন বাড়ছে। এমন সংকট মোকাবেলায় সবাই সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি যথা নিয়মে অনুসরণ করি। মাস্ক পরি। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুই। সকল আনুষ্ঠানিকতায় সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ আনন্দ বিলিয়ে দেই সকলের ঘরে ঘরে, সেই প্রত্যাশা রইল। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করি। নিরাপদে কাটুক সকলের ঈদ আয়োজন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap