জামালগঞ্জে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই

মোঃ নিজাম নুর, জামালগঞ্জ :: জামালগঞ্জ উপজেলার নোঁয়াগাও বাজারে অগ্নিকান্ডে ৩টি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। শনিবার সকালে সংঘটিত এই অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতিগ্রস্থ মালিক ও সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ১১টায় নোঁয়গাও বাজারে তুলা ব্যবসায়ী আইয়ুব আলীর ঘর থেকে আগুনের সুত্রপাত ঘটে। তারপর মুহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী ৩ টি দোকান ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চেষ্টায় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও এরইমধ্যে পুড়ে ছাই হয় দোকান তিনটি। ক্ষতিগ্রস্থ সাচনা বাজারের উত্তর কামলাবাজ গ্রামের মৃত নিখিল রায়ের ছেলে মুদি মালের ব্যবসায়ী অদ্বৈত রায় জানান, আগুনে তার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ১২ লাখ টাকা। এছাড়াও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. ফকির হোসেনের আনুমানিক ক্ষতি ৭ লাখ টাকা ও তুলা ব্যবসায়ী ইয়াকুব মিয়া ৩লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভীমখালী ইউনিয়ন পরিষদের সচিব কংকন সরকার বলেন, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০/২৫ লক্ষ টাকা বলে ধারনা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব জগন্নাথপুর পৌরসভা নির্বাচন ডিউটিতে আছেন বলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে পারেননি। তবে স্থানীয় ইউপি সচিবকে নির্দেশ দিয়েছেন ঘটনাস্থল সরজমিনে গিয়ে প্রতিবেদন দাখিলের জন্য।