সুনামগঞ্জে নাদের, ছাতকে কালাম, জগন্নাথপুরে আক্তার বিজয়ী

কলম শক্তি ডেস্ক :: সুনামগঞ্জের তিন পৌরসভার নির্বাচন শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।সকাল ৮ টা হতে বিকাল ৪টা পর্যন্ত নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুনামগঞ্জ পৌর সভার নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাদের বখত। তার প্রাপ্ত ভোট ২১হাজার ৬৬৯। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত মুর্শেদ আলম পেয়েছেন ৫হাজার ৮৮৫ ভোট।
ছাতক পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবুল কালাম চৌধুরী ১২হাজার ৮২৩ ভোট পেয়ে টানা চতুর্থবার মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনিত রাশিদা আহমদ ন্যানসি পেয়েছেন ৭হাজার ৯০৮ ভোট।
জগন্নাথপুর পৌরসভার স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান আক্তার ৮হাজার ৩৭৮ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মিজানুর রশিদ ভৃইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ ভোট।