দিরাই মানব কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলার মধ্যপ্রাচ্য প্রবাসী আক্তার হোসেন তালুকদার ও জাবেদ আহমেদ রকির উদ্যোগে প্রতিষ্ঠিত সমাজসেবামূলক সংগঠন ‘দিরাই মানব কল্যাণ পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল মালিক মিয়া।
সংগঠনের সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান তালুকদার ও সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ তালুকদারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, দিরাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আকরাম আলী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সিজিল মিয়া, ইউপি সদস্য রুবেল মিয়া, যুবনেতা আলি হোসেন তালুকদার, নতুন কর্ণগাঁও সুর্যমুখি যুব সংঘের সভাপতি ছদরুল ইসলাম, মাওলানা জাকারিয়া আহমেদ তালুকদার প্রমুখ। উপস্থিত ছিলেন, দিরাই মানব কল্যাণ পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ, কর্ণগাঁও বাজার কমিটির কোষাধ্যক্ষ জুনাইদ আহমেদ, বাবুল আহমেদ, মনছর খাঁন প্রমুখ।