সারাদেশ

ধামাইল কবি প্রতাপ রঞ্জন তালুকদারের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক :: ধামাইল কবি প্রতাপ রঞ্জন তালুকদারের ৭৬তম জন্মবার্ষিকী পালন করেছে প্রতাপ রঞ্জন ধামাইল স্মৃতি পরিষদ৷ পরিষদের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৩টায় কবির নিজ বাড়ির অাঙ্গিনায় (দক্ষিন সুনামগঞ্জ উপজেলার টাইলা) অালোচনা সভা ও ধামাইলগীতি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দিরাই উপজেলা সংসদের সভাপতি নারায়ন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজোলার ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিন সুনামগঞ্জ উদীচীর সভাপতি শ্যামল দেব, কৃষকলীগ দক্ষিণ সুনামগঞ্জ শাখার যুগ্ম অাহ্বায়ক জয়ন্ত তালুকদার পুল্টন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দিরাই শাখার অাহ্বায়ক নজরুল ইসলাম, যুগ্ম অাহ্বায়ক প্রদীপ দে, হিরন তালুকদার, দিরাই উদীচীর সাংস্কৃতিক সম্পাদক অনুপম দাস প্রমুখ। পরে স্থানীয় ধামাইল শিল্পীদের পরিবেশনায় ধামাইলগীতি পরিবেশন হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap