দিরাইয়ে পুষ্টি সমন্বয় কমিটির সভা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাইয়ে বহুখাতভিত্তিক পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বিমাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস লীল, উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনসহ পুষ্টি সমন্বয় কমিটির সদস্যরা।
এদিকে দুপুর ১২ টায় একই স্থানে খাদ্যের নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে ও ভোক্তা অধিকার অধিদপ্তর সুনামগঞ্জের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ব্যবসায়ীরা সেমিনারে বক্তব্য রাখেন।