সারাদেশ

মুজিববর্ষে ঘর পাচ্ছে দিরাইয়ের ৭৪৬ ভূমিহীন পরিবার

নিজস্ব প্রতিবেদক :: মুজিববর্ষে জমি বন্দোবস্তসহ নতুন ঘর পাচ্ছে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭৪৬ ভূমিহীন পরিবার। উপজেলার ৯ টি ইউনিয়নে যাদের জমি এবং ঘর নেই, সরকারের ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এসব পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। আগামী শনিবার (২৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিরাইসহ সারাদেশের ৯ লাখ ভূমিহীনদের ঘর প্রদান আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ ধরা হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার টাকা। ইটের দেওয়াল, কংক্রিকের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরী এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার থাকবে। ইতোমধ্যে সম্পন্ন হওয়া উপজেলার রাজানগর, করিমপুর ও চরনারচর ইউনিয়নের ৪০ টি পরিবারকে শনিবার জমি বন্দোবস্তসহ ঘর বুঝিয়ে দেওয়া হবে।

দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন বলেন, মুজিববর্ষের উপহার হিসেবে সরকার যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জমি বন্দোবস্তসহ নতুন ঘর করে দেয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এই ক্যাটাগরির অর্ন্তভুক্ত দিরাই উপজেলার ৭৪৬ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি বন্দোবস্তসহ ঘর করে দেওয়া হচ্ছে। শনিবার মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে উদ্বোধনের দিনে আমরা ৪০ পরিবারকে জমি বন্দোবস্তের কাগজসহ ঘর হস্তান্তর করবো। বাকিদের পর্যায়ক্রমে জমি বন্দোবস্তসহ ঘর করে দেওয়া হবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap