রাজানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে লড়তে চান সুদ্বীপ
বিশেষ সংবাদদাতা :: সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের। চলতি ২০২১ ইং সনের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু হচ্ছে, আর শেষ করতে হবে জুনের আগেই।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯ টি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, সদস্য প্রার্থীদের গণসংযোগ, প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে। এই উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তরুণ নেতৃত্ব ব্যবসায়ী সুদ্বীপ শীল প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাকে ঘিরে ইতিমধ্যেই তরুণ ও সুশীল সমাজের মধ্যে প্রাণচাঞ্চল্য শুরু হয়েছে। সুদ্বীপ শীল একজন সদালাপী, হাস্যোজ্জ্বল সংস্কৃতিপরায়ন মানুষ। মিশুক প্রকৃতির মানুষ হিসেবে এলাকায় তাঁর সুনাম রয়েছে। ক্লিন ইমেজের সুদ্বীপ শীল নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই খবরে ওয়ার্ডের তরুণ, যুবক, বৃদ্ধ, বিশেষ করে মহিলা ভোটররা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
ওয়ার্ডবাসী বলেন, তরুণ প্রজন্মকে সুযোগ দেওয়া প্রয়োজন। আর সুদ্বীপ একজন ভালো ছেলে। সে ইউপি সদস্য হলে ৫ নং ওয়ার্ডে কাঙ্ক্ষিত উন্নয়ন হবে। সাধারণ মানুষের পক্ষে সে কথা বলবে। তাই আমরাও তাকে আগাামী নির্বাচনে ৫ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে দেখতে চাই।
কথা হলে সুদ্বীপ শীল বলেন, আমি ৫ নং ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন করতে ইচ্ছুক। তবে এটা আমার একার ইচ্ছা নয়। আমার ওয়ার্ডের জনগণের ইচ্ছাই আমার ইচ্ছা। জনগণ সত্যিই যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করে এবং তাদের পবিত্র আমানত ভোট দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের সেবায় নিয়োজিত থাকব। আমি সবার দোয়া প্রত্যাশী।