দিরাইয়ে ‘হাওরের বন্দের কুড় ও ডাকবান্দ’ জলমহালের ইজারা স্থগিত
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলাধীন ‘হাওরের বন্দেরকুড় ও ডাকবান্দ’ জলমহালের ইজারা স্থগিত করেছে ভূমি আপিল বোর্ড। ৩১ জানুযারি ভূমি আপিল বোর্ড – ২ এর শাখা প্রধান (সহকারী সচিব) মোছা. মনোয়ারা বেগম ও আপিল বোর্ডের সদস্য প্রণব কুমার ঘোষ স্বাক্ষরিত আদেশের অনুলিপিসূত্রে এ তথ্য জানা যায়।
ইজারা সংক্রান্ত রাজস্ব মিস আপিল ক-২৫/২০২০ নং মামলায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার কর্তৃক প্রদত্ত আদেশে সংক্ষুব্ধ হয়ে শালিয়ারগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি সুবোধ বিশ্বাস আপিল আবেদন করলে এই রায় দেয় ভূমি আপিল বোর্ড।
জানা যায়, হাওরের বন্দের কুড় ও ডাকবান্দ নামক জলমহালটি চলতি ১৪২৭ বাংলা সন হতে তিন বছরের জন্য ইজারা পায় বরইতিয়র মৎস্যজীবী সমবায় সমিতি। মৃত সদস্যকে জীবিত দেখানোসহ ইজারা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবং নিজেদের তীরবর্তী সমিতি উল্লেখ করে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরাবরে ইজারা বাতিল চেয়ে আবেদন করে শালিয়ারগাঁও মৎস্যজীবী সমিতি। বরইতিয়র মৎস্যজীবী সমিতির নামে ইজারা বহাল রাখায় সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর আপিল করে শালিয়ারগাঁও সমিতি।
আপিল আবেদন না মঞ্জুর করে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রদত্ত রায় বহাল রাখায় ভূমি আপিল বোর্ডের দ্বারস্থ হয় শালিয়ারগাঁও মৎস্যজীবী সমিতি।