সারাদেশ

দিরাইয়ে নদীতে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক কবির মিয়া (৪০) এর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৬ এপ্রিল) বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রাম সংলগ্ন মরা সুরমা নদীর তলদেশ থেকে কবির মিয়ার লাশ উদ্ধার করে। কবির মিয়া নাগের গাঁও গ্রামের মনহর আলী ওরফে মনু মিয়ার ছেলে। এরআগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে ওই যুবক বাড়ির সামনে অবস্থিত মরা সুরমা নদীতে প্রতিদিনের ন্যায় গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। দিরাই ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. ইমরুল হক জানান, গতকাল সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছিল। আজ (শুক্রবার) সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিউটন দাসের নেতৃত্বে ডুবুরি দল নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap