সারাদেশ

জামালগঞ্জে কোভিট-১৯ টিকাদান শুরু

জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ প্রথম টিকা গ্রহণের মধ্য দিয়ে কোভিট-১৯ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এরপরই টিকা গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব। উপজেলা স্বাস্থ্য অফিস সূত্রে জানা যায়, প্রথমদিকে টিকা গ্রহণের জন্য ২৩ জন সম্মুখসারির যোদ্ধা অনলাইনের মাধ্যমে নিবন্ধন করেছেন। তাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি চাকুরীজীবী, ডাক্তার ও অন্যান্য সরকারি বেসরকারি স্বাস্থ্যকর্মীরাও আছেন। প্রথম ডোজ হিসেবে পাচঁ হাজার ছয়শত নব্বইটা ভ্যাকসিন উপজেলায় মজুদ রয়েছে। সম্মুখ সারির যোদ্ধারা ছাড়াও অনলাইনে আবেদনের মাধ্যমে ৫৫ বছরের বেশি সাধারণ মানুষও ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ভ্যাকসিন প্রদান কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আলমগীর, মেডিক্যাল অফিসার ডা. আনোয়ার হোসেন শিশির, ডা.নিয়াজ মুরশেদ তালুকদার,জামালগঞ্জ প্রেক্লাবের সভাপতি ওয়ালী উল্লাহ সরকার,সাধারন সম্পাদক নিজাম নুর,উপজেলা এমটিপিআই শৈলান দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক পূনেন্দ ভট্রার্চায, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র নার্স নিলিপ্তা হালদার,জেলা ছাত্রলীগের সাংগঠনিক মাহমুদুল হাসান তারেক প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap