দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে দিরাই আসছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এলাকাবাসীর আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। এ দিন স্থানীয় প্রশাসনের আয়োজনে দিরাই উপজেলায় হাওর রক্ষা বাঁধ কাজের অগ্রগতি ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায়ও অংশ গ্রহণের কথা রয়েছে তাঁর।
পরিকল্পনা মন্ত্রীর দিরাই সফরে স্থানীয় এমপি ও আওয়ামীলীগের নেতাকর্মীদের অবগত করা হয়নি দাবী করে সফর বাতিলের আহবান জানিয়ে গত মঙ্গলবার সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
অপরদিকে পরিকল্পনা মন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে সফর সফল করতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগের ও অঙ্গসংগঠনের অপর অংশটি ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে উপজেলার জগদল, হোসেন পুর, নগদীপুর, কলিয়ারকাপন ও মিলনগঞ্জ বাজারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতির অংশ হিসেবে বুধবার দুপুরে দিরাই উপজেলা আওয়ামী লীগ সভাপতি আছাব উদ্দিন সরদারের বাসভবনে তাঁর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শামসুল হক মঙ্গলা মিয়া, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান, আব্দুল জলিল সর্দার, দিরাই উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মতিউর রহমান, আওয়ামীলীগ নেতা আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা ফারুক সর্দার, শাহ আলম সরদার, রুবেল সরদার, রায়হান মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা কনর মিয়া, জালাল মিয়া প্রমুখ।