দিরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দুইটি ঘর পুড়ে ছাই

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার প্রত্যন্ত এলাকা রফিনগর ইউনিয়নের ইজারা কান্দা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনায় দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের মৃত আব্দুস শহীদের পুত্র সানোয়ার মিয়ার ঘরে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় বিস্ফোরণে আগুন পার্শ্ববর্তী মৃত আশরাফ আলীর পুত্র রুহুল কেইসের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে হাওরে কাজে থাকা লোকজন ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দুইটি ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বিস্ফোরণের পর বাড়ির লোকজন বাইরে বের হয়ে যাওয়ায় কেউ হতাহত হয়নি।
সানোয়ার মিয়া ও রুহুল কেইস জানান, তাদের ঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র, ধান, কাপড়চোপড়সহ সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছেন। সিলিন্ডার বিস্ফোরণের মাধ্যমেই আগুনের সূত্রপাত বলেও নিশ্চিত করেছেন তারা।