দিরাইয়ে বিভক্ত হয়ে ভাষা শহীদ দিবস পালন করলো আওয়ামীলীগ
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি বিভক্ত হয়ে পালন করেছে উপজেলা আওয়ামীলীগের বিবদমান দুই পক্ষ। এরআগে শনিবার (২০ ফেব্রুয়ারি) দিরাই পৌর এলাকায় মহান শহীদ দিবসের কর্মসূচি ঘোষণা করে পৃথক মাইকিং করে দুই পক্ষ। উভয় পক্ষের মাইকিংয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের নাম ব্যবহার করা হয়। একপক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ ও অপর পক্ষের মাইকিংয়ে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশাররফ মিয়ার নাম ছিল।
রোববার সকালে দুই পক্ষ ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে মহান শহীদ দিবসের কর্মসূচি পালন করেছে। সকাল ৮ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে প্রভাতফেরী বের করে দিরাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ-উদ-দৌলা তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি ও আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ৮ টায় দিরাই মধ্যবাজার এলাকা থেকে প্রভাত ফেরী বের করে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের অপর অংশ। প্রভাত ফেরী দিরাই বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শহীদদের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, আরিফুজ্জামান চৌধুরী এহিয়া, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক সরদার, রুবেল সরদার, জুয়েল সরদার, রায়হান মিয়া, সুমন শহীদ, শাহীন মিয়া, এহিয়া সরদার, দিরাই সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস নুরুজ্জামান, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন প্রমুখ।