রশিদপুর দুর্ঘটনা : সড়কেই বিদেশে যাওয়ার স্বপ্নের সমাধি জগন্নাথপুরের সালমানের
কলম শক্তি ডেস্ক :: স্বপ্ন ছিল বিদেশ গিয়ে পরিবারের হাল ধরবেন। তবে আর বিদেশ যাওয়া হলো না সুনামগঞ্জের জগন্নাথপুরের সালমান খানের (২৭)। শুক্রবার সকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামের আলিউর রহমান খানের ছেলে সালমান খান প্রায় তিন বছর ধরে এনা পরিবহনে সুপারভাইজার পদে নিয়োজিত ছিলেন। শুক্রবার ভোরে সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন সালমান। সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সালমানসহ আটজন নিহত হন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সালমান খানের চাচাতো ভাই আব্দুস সামাদ খান বলেন, এনা পরিবহনে আমার চাচাতো ভাই সালমান কাজ করতেন। সম্প্রতি তার সৌদি আরবে যাওয়ার জন্য প্রস্তুতি চলছিল।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আবু ইমানী জানাজা ও দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।