সারাদেশ

দিরাই উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. স্বাধীন

বিশেষ সংবাদদাতা :: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ স্বাধীন কুমার দাস সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, খুব শিগগির তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।

জানা গেছে, সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের ছেলে ডাঃ স্বাধীন কুমার দাস। তিনি কাইমা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দিরাই সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষাজীবন শুরু করে গচিয়া শামসুদ্দিন সিকন্দর উচ্চ বিদ্যালয় ও রফিনগর উচ্চ বিদ্যালয় এবং বালিয়াকান্দি পাইলট হাই স্কুল, রাজবাড়ীতে অধ্যয়ন করেন। বালিয়াকান্দি কলেজ, রাজবাড়ী থেকে এইচএসসি পাশ করে তিনি ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়ন করেছেন।তিনি ২৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০০৫ সালে যোগদান করেন। তিনি সোনার বাংলা উপ-স্বাস্থ্য কেন্দ্র, সেলিম গন্জ, জামালগঞ্জে কর্মজীবন শুরু করেন।

প্রসঙ্গত,ডাঃ স্বাধীন দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের উপেন্দ্রনাথ সাধু’র পুত্র। দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. রিপা সিনহা’র স্বামী।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap