সারাদেশ

দিরাইয়ে ১০৭ জনের স্বেচ্ছায় রক্তদান

নিজস্ব প্রতিবেদক :: ঐতিহাসিক ৭ই মার্চের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দিরাইয়ে সেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ১০৭ জন রক্তদান করেছেন। দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর বন্ধু মহলের আয়োজনে মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তকেন্দ্র সিলেট এর কারিগরি সহযোগিতায় এবং বুস্টার্স এর সার্বিক সহযোগিতায় এই রক্তদান কর্মসূচি পালিত হয়। বুস্টার্সের প্রধান সমন্বয়ক রাজিব কুমার রায় জানান, ৭ই মার্চের ৫০ বছর কে স্মরণীয় করে রাখার জন্য বুস্টার্স এই মানবসেবামূলক উদ্যোগ গ্রহণ করে। রেড ক্রিসেন্টের কারিগরি সহযোগিতায় দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ এর ছাত্ররা এই স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এতে দিরাইয়ে বসবাসকারী বিভিন্ন শ্রেণীপেশার ১০৭ জন মানুষ সেচ্ছায় রক্তদান করেছেন। উল্লেখ্য, রেড ক্রিসেন্টের কারিগরি সহযোগিতায় দিরাই মুক্ত দিবস উপলক্ষ্যে প্রতিবছর ৭ ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে বুস্টার্স। এতে প্রতিবছর শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। কর্মসূচি সফলে সহযোগিতা করার জন্য সামাজিক সংগঠন ‘স্বজন, রোভার স্কাউট, দিরাই উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৫ শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছে বুস্টার্স ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap