কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় শিশু মৃত্যুর ঘটনায় শ্রমিকদের সড়ক অবরোধ : চরম ভোগান্তি
কলম শক্তি ডেস্ক :: সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জের খাগাইলে দ্রুতগামী ট্রাকের চাপায় বুশরা (৫) নামের এক শিশু নিহতের ঘটনায় শ্রমিকরা সিলেট ভোলাগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে। নিহত শিশু খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ট্রাকে আগুন দেয়ার প্রতিবাদে শ্রমিকরা মহাসড়কে অবস্থান করলে শতশত ট্রাক ও যাত্রীবাহী বাস ও সিএনজি আটকা পরে। অবরোধের কারণে পরিবহন ও যাত্রীবাহী জনতা চরম ভোগান্তিতে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ও ওসি নজরুলসহ উভয় পক্ষকে নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এর আগে খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিহত বুশরার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এমএসবি ব্রিকস এর সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা বেঁচে গেলেও বুশরার মাথার উপর দিয়ে ট্রাক চলে যায়। কোম্পানীগঞ্জ থানার ওসি কেএম নজরুল জানান, ট্রাক চাপায় শিশু বুশরা নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। এঘটনায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে এবং ট্রাকে আগুন দেয়। প্রাথমিক ভাবে স্থানীয়দের সাথে আলোচনা করে পরিস্থিতি সমাধান করার চেষ্টা চলছে।