সিলেটে মদসহ স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল গ্রেপ্তার

কলম শক্তি ডেস্ক :: সিলেট শহরতলীর লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে দেশীয় চোলাই মদসহ দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েলকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। সোমবার রাত ৯টার দিকে লাক্কাতুরার সাওতালপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন। গ্রেপ্তারকৃত স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হাসান জুয়েল দক্ষিণ সুরমার বরইকান্দিও আব্দুল মনাফের পুত্র। এসময় তার সাথে আরো ৫ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন, জালালাবাদ থানার মুইয়ারচরের মৃত তাজমুল আলীর ছেলে হেলাল আহম্মেদ (৩০), বোলাউড়ার মৃত সমুজ আলীর ছেলে সানোয়ার আলী (৩১), সুনামগঞ্জের ছাতক বাগবাড়ীর সিদ্দিক মিয়ার ছেলে রাজু আহমদ (৪২), মৃত শুনু মিয়া চৌধুরীর ছেলে জাহিদুর রহমান চৌধুরী (৪০), সুনামগঞ্জ সদরের ইব্রাহিমপুরের মৃত আব্দুর রশীদের ছেলে মো. শামছুল আলম (৪১)। এসময় তাদের কাছ থেকে ৬ লিটার চোলাই মদও জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের গণমাধ্যম অফিসার এএসপি ওবাইন। জব্দকৃত আলামতসহ তারা তাদের সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেন।