দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে আধিপত্য বিস্তার নিয়ে পুর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত: ২০ জন আহত হয়েছে। উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর গ্রামে বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
স্থানীয়রা জানান, জমি-জমা, জলমহাল ও গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে মধুরাপুর গ্রামের দিল হক এবং আব্দুল খালেকের লোকজনের মধ্যে পুর্ব বিরোধ রয়েছে। গত বছরের ১৩ অক্টোবর দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আব্দুল খালেকের পক্ষের নুর মোহাম্মদ (৫০) নামে একজন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনার পর দিল হকের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে গেলে পুরুষশুন্য বাড়িতে দফায় দফায় হামলা চালায় আব্দুল খালেকের লোকজন। একাধিক বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপতায় দিল হকের পক্ষের কিছু লোকজন গ্রামে ফিরে আসলেও তারা কোনঠাসা ছিলো।
সংঘর্ষের আগের দিন দুক্ষের লোকজনের মধ্যে স্থানীয় মধুরাপুর বাজারে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে অন্তত: ১৫ জন আহত হন। গুরতর আহত গ্রামের সুজন মিয়া (৪০), আব্দুস শহীদ (৩২), সাজনুর মিয়া (৪৫), বুজন আহমদ (৪৪), শরীফ মিয়া (২৮) কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছে দিরাই হাসপাতাল কর্তৃপক্ষ।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।