রাজনীতি

দিরাইয়ে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রিসালত সম্মেলন সোমবার ১৫ মার্চ। ওইদিন আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হেফাজতের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী। এ ছাড়ও সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমির আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব জুনাইদ আল-হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক, যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে দিরাই পৌর এলাকার স্টেডিয়াম মাঠে ১৫ মার্চ (সোমবার) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ওই শানে রিসালাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী বলেন, ১৫ মার্চে দিরাইয়ে শানে রিসালাত সম্মেলনে লক্ষাধিক মানুষের সমাগম হবে আশা করছি। আমাদের সেরকম প্রস্তুতিও রয়েছে। স্থানীয় প্রশাসন আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা দিরাইয়ের সর্ববৃহৎ মাঠ সম্মেলনের জন্য বাছাই করছি।স্থান সংকুলানে কোন সমস্যা হবে না। ৫শ’ স্বেচ্ছাসেবক শৃঙ্খলায় দায়িত্ব পালন করবেন। মাঠের বাইরে বিভিন্ন মোড়ে প্রজেক্টরের মাধ্যমে সম্মেলন দেখানো হবে। সম্মেলন সফল করতে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সহসভাপতি মাওলানা শরীফ উদ্দিন, সিনিয়র সদস্য মাওলানা মহী উদ্দিন ক্বাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক এনামুল হক, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, অর্থ সম্পাদক মুফতি ফয়সাল, সহ অর্থসম্পাদক খালেদ আহমদ, ইলিয়াস আহমেদ ও বিভিন্ন দৈনিক সংবাদপত্রে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap