দিরাইয়ে দায়সারা কাজ বন্ধ করে ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে উদ্বোধনের আগেই হেলে পড়েছে কালনী ব্রিজের এপ্রোচ সড়কের দুই পাশের গাইড ওয়াল। এ অবস্থায় সড়কের মাটি সরিয়ে রড দিয়ে দুই দিকে টানা দিয়ে গাইড ওয়াল রক্ষার চেষ্টা করছে স্থানীয় এলজিইডি। এটিকে দায়সারা কাজ আখ্যা দিয়ে ঝুঁকিপূর্ণ গাইড ওয়াল ও এপ্রোচ সড়ক ভেঙে নতুন ফ্লাইওভার নির্মাণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ মার্চ) বিকেলে দিরাই নাগরিক ফোরামের উদ্যোগে থানা পয়েন্টে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিরাই নাগরিক ফোরামের আহ্বায়ক আবুল কাসেম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দিরাই নাগরিক ফোরাম সদস্য সচিব ও সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সহসভাপতি হাজী মুকুল চৌধুরী, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, জাসদ নেতা মোজাম্মেল হক, ইমদাদ সরদার, আল মুরিয়াদ ভাষ্কর তনয়, রুকুনুজ্জামান জহুরি, ব্যবসায়ী নোমান আহমদ, সামছুল আলম চৌধুরী শাহীন, শাহীন আলম রুবেল, শাহীন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, হেলে পড়া গাইড ওয়ালটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর পাশে সরু রাস্তা দিয়ে মানুষ ও যানবাহন চলাচল করে। দোকানপাট, বাসাবাড়ি রয়েছে। এ নিয়ে জনমনে শংকা দেখা দিয়েছে। যে কোনো সময় এটি ধ্বসে পড়ে জানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অনিয়ম ঢাকতে টানা দিয়ে গাইড ওয়াল রক্ষার হাস্যকর চেষ্টা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ গাইড ওয়াল ও এপ্রোচ ভেঙে এর স্থলে নতুন ফ্লাইওভার নির্মাণের দাবি জানান বক্তারা।