নবী (স.) এর কটাক্ষকারীদের বিরুদ্ধে মৃত্যুদন্ডাদেশের আইন করতে হবে – বাবুনগরী
নিজস্ব প্রতিবেদক ::- ভারতের উচ্চ আদালতে পবিত্র কোরআনের ২৬টি আয়াত বাতিলের রিট গ্রহন হয় কীভাবে প্রশ্ন রেখে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, এটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন ষড়যন্ত্র। গুজরাট ও কাশ্মীরের মুসলামানদের রক্তে রঞ্জিত মোদির হাত। যে দেশের সরকার মুসলমানদের নাগরিক অধিকার হরণ করে ভারত থেকে বিতারিত করতে চায়। সেই ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদিকে নব্বইভাগ মুসলমানের বাংলাদেশে আসতে দেয়া হবে না। হেফাজত আমীর আরও বলেন মুসলামান হিসেবে ইসলাম ও রাসুলের পক্ষে কথা বলবো, এতে কারো গায়ে লাগলে কিছুই করার নেই। বাংলাদেশেও ইসলামকে মুছে ফেলার জন্য কিছু নাস্তিক উঠে পরে লেগেছে। নাস্তিক্যবাদের বিরুদ্ধে আন্দোলন করতে প্রতিষ্টা করা হয়েছে দেশের সবচেয়ে বড় অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। ২০১৩ সালের ৫ই মে যেভাবে শাপলা চত্বরে আমরা রক্ত দিয়ে নাস্তিকদের কবর রচনা হয়েছে।মোদি বাংলাদেশ সফর বাতিল না করলে প্রয়োজনে আবারো শাপলা চত্ত্বরে জড়ো হয়ে আন্দোলনের ডাক আসতে পারে। তাছাড়া খতমে নবুয়তের সিংহাসনকে বুলন্দ করার জন্য হেফাজতের নেতৃত্বে জীবন দিতে প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, কাদিয়ানীদের কাফের ঘোষনা করতে হবে। অবিলম্বে নবী মোহাম্মদ (স) এর কটাক্ষকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদন্ডাদেশের আইন পাস করতে হবে। সোমবার সুনামগঞ্জের দিরাই উপজেলা হেফাজতে ইসলাম আয়োজিত শানে রিসালত সম্মেলন প্রধান অথিতির বক্তব্যে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী উপরোক্ত কথাগুলো বলেন। হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় হেফাজতের নায়েবে আমীর আল্লামা নুরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব আল্লামা জুনাইদ আল হাবিব, যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক,মাওলানা শাহিনুর পাশা চৌধুরী,নাছির উদ্দিন মুনির,সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ প্রমুখ ।