মামুনুল হককে নিয়ে কটাক্ষকারী ঝুৃমন দাস আপন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :: হেফাজতে ইসলাম কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক কে নিয়ে ফেইসবুকে কটাক্ষকারী ঝুমন দাস আপনকে গ্রেফতার করেছে পুলিশ।
শাল্লা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ মার্চ) রাত ১০ টার দিকে ঝুমন দাস আপনকে এলাকার লোকজন শাল্লার শাসকাই বাজার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে শাল্লার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে ও স্থানীয় ছাত্রদল নেতা।
শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, আটককৃত ঝুমন দাস আপনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ দিরাইয়ে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলনে আল্লামা মামুনুল হকের আগমন মুহুর্তে ঝুমন দাশ আপন তার ব্যক্তিগত ফেইসবুক আইডি থেকে মামুনুল হকের ছবি এডিটিংয়ের মাধ্যমে বিকৃত করে কটাক্ষ করে পোস্ট করে। মুসলিম সম্প্রদায়ের লোকদের পাশাপাশি ফেইসবুকে ওই পোস্টের প্রতিবাদ জানান স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা। তারা ঝুমন দাস আপনের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।