শাল্লায় হামলার প্রতিবাদে দিরাইয়ে উদীচীর মানববন্ধন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সাম্প্রদায়িক উস্কানি দিয়ে গত ১৭ মার্চ সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু পল্লীতে ভাংচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উদীচী শিল্পীগোষ্ঠী। শুক্রবার বেলা ১১ টায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সংসদ উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে স্থানীয় থানা পয়েন্টে ওই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উদীচী শিল্পীগোষ্ঠী শাল্লা উপজেলার সভাপতি নারায়ণ দাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়ন্ত কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শাহ অাবদুল করিম পরিষদের সাধারণ সম্পাদক অসীম রায় চৌধুরী, উদীচীর সহ-সাধারণ সম্পদক মাহমুদ অাপেল, অংকুর সেবা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুগ্ম-অাহ্বায়ক প্রদীপ দে, যুব ইউনিয়ন দিরাই শাখার সাধারণ সম্পাদক হিরণ্ময় দাস, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দিরাই শাখার উপদেষ্টা হিরেন্দ্র দেবনাথ, দিরাই উদীচীর সম্পাদক মন্ডলীর সদস্য অরণ্য কিরন, যুগপ্রভাত দাস চয়ন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের দিরাই শাখার হিরন মিয়া সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তারা শাল্লার হিন্দুপল্লীতে হামলার ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবী জানান।