সারাদেশ

শাল্লায় হামলার ঘটনা নিয়ে দিরাইয়ে হেফাজতে ইসলামের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :: গত ১৭ মার্চ সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলার ঘটনার নিন্দা, ক্ষতিগ্রস্তদের সমবেদনা ও হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে হেফাজতে ইসলাম দিরাই উপজেলা শাখা। পাশাপাশি নোয়াগাঁও গ্রামের হিন্দু যুবক ঝুমন দাসের বিরুদ্ধে ইসলাম অবমাননার ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ তুলে তার দেশবিদেশে ষরযন্ত্র তদন্তের মাধ্যমে উন্মোচন ও শাস্তির দাবী জানায় হেফাজত।

শনিবার সকাল সাড়ে ১১ টায় দিরাই উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী লিখিত বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, শাল্লায় ঘটে যাওয়া ঘটনার সাথে হেফাজতে ইসলামের নেতাকর্মী কিংবা স্থানীয় আলেম-ওলামাদের সম্পৃক্ততা নেই। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি, কোন অনুসন্ধান ও প্রমাণ ছাড়াই কিছুসংখ্যক গণমাধ্যম হামলার ঘটনায় হেফাজতকে জড়িয়ে উদ্দেশ্যমূলক প্রোপাগাণ্ডা চালাচ্ছে। বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে হামলার ঘটনায় হেফাজতে ইসলামকে দায়ী করে বক্তৃতা বিবৃতি দিচ্ছে। আমরা এই ঘৃণ্য ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্থানীয় হেফাজতে এই নেতা বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও বাড়িঘরে হামলা হেফাজত কখনোই সমর্থন করে না। একটি ফেইসবুক পোস্টকে পুঁজি করে হামলাকারীরা নিজেদের স্বার্থে নিরীহ হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য নিরপরাধ কোন মানুষকে হয়রানি না করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয় সংবাদ সম্মেলনে।

দিরাই উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শায়খ আজিজুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা হেফাজতের সহসভাপতি মাওলানা আব্দুল হাই, প্রচার সম্পাদক মাওলানা আবিদুর রহমান, নির্বাহী সদস্য মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা মোহাম্মদ মিয়া, হাফেজ মোঃ ইশা, মাওলানা আজমল হোসেন।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap