জাতীয়

দেশে আইনের শাসন না থাকায় বারবার এমন জগণ্য ঘটনা ঘটছে- নিতাই রায় চৌধুরী

কলম শক্তি ডেস্ক :: বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সবচাইতে বেশী নির্যাতিত হয় সংখ্যালঘু সম্প্রদায়। আওয়ামী লীগ সরকার অযোগ্য একটি সরকার, দেশ পরিচালনায় তারা ব্যর্থ। তারা দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়নি। রাতের ভোটে জোড় করে জনগণের ওপর চেপে বসা আওয়ামী লীগ সরকারের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। এটি গণবিচ্ছিন্ন সরকার, আর গণবিচ্ছিন্ন সরকারের কাছে জনগণ নিরাপদ নয়। দেশে আইনের শাসন নেই, আইনের শাসন থাকলে এরকম জঘন্য ঘটনা ঘটত না। আওয়ামী লীগ সরকারের কাছে দেশের সাধারণ মানুষ আজ নিরাপদ নয়। আজ শনিবার সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুন রায় চৌধুরী বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা নির্যাতিত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। এখানের চিত্র দেখে আমরা মর্মাহত। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যুবলীগ নেতার নেতৃত্বে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের মতো জঘন্য ঘটনা ঘটেছে। আমরা মনে করি এ সরকার দেশের জনগণের ব্যাপারে দায়িত্বশীল নয়। সরকারদলীয় নেতাকর্মীরাই হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা করেছে। এ সরকারের সময়ে অতীতেও যে সকল জায়গায় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছে, তাদের বিচার হয়নি। কারণ হামলাকারীরা সরকারদলীয় লোক। ঘটনাস্থল পরিদর্শন শেষে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে নগদ একলক্ষ টাকা ও নারী শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ২০ হাজার টাকা অনুদান হিসেবে নির্যাতনের শিকার পরিবারগুলোর মাঝে বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, জেলা বিএনপির উপদেষ্টা তাহির রায়হান চৌধুরী পাভেল, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহবায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, শাল্লা উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাহবুব সোবহানী চৌধুরী, জেলা যুবদল সভাপতি আবুল মনসুর শওকত, জেলা ছাত্রদল সভাপতি রায়হান উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap