অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় দিরাই পৌর শহরের বিএডিসি মাঠে দ্বিতীয় দফা জানাযা শেষে মজলিশপুরস্থ নিজ বাসভবনের সামনে সমাহিত করা হয়। দ্বিতীয় জানাযা নামাজে ইমামতি করেন, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা ছাদিকুর রহমান। জানাযা পুর্বে মরহুম আব্দুল হান্নান চৌধুরীর জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই পৌরসভার সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, দিরাই সরকারি কলেজের অধ্যক্ষ ধিমান কীর্তনিয়া, মরহুমের পরিবারের পক্ষে সিলেট জজ কোর্টের আইনজীবী দেলোয়ার হোসেন শামীম, ভাতিজা দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, ছেলে রবিন চৌধুরী প্রমুখ।
এরআগে সকাল ৯ টায় অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর জন্মস্থান দিরাই উপজেলার তাড়ল গ্রামের ঈদগাহ মাঠে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আব্দুল হান্নান চৌধুরী ২ ডিসেম্বর ১৯৪৯ ইং সনে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তাড়ল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হাজী আব্দুর রশিদ চৌধুরী ও মাতা জামিলা খাতুন চৌধুরী। ৮ ভাই বোনের মধ্যে তৃতীয় হলেন আব্দুল হান্নান চৌধুরী। তিনি দিরাই উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লোকনাথ রমনবিহারী সরকারী উচ্চ বিদ্যালয় (এলআর) বানিয়াচং থেকে এইচএসসি, অনার্স, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত হন। ১৯৭৪-৭৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ও ৭৫-৭৬ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দীর্ঘদিন আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। আব্দুল হান্নান চৌধুরী ১৯৭৯ সালে দিরাই কলেজের অধ্যক্ষের দায়িত্ব নিয়ে ভাটি অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য একটি প্রবাসী সংগঠন কর্তৃক পল্লী রত্ন উপাধিতে ভূষিত হন। ২০০৯ সালের ডিসেম্বরে অবসর গ্রহনের পর ভাটি অঞ্চলে শিক্ষা মানোন্নয়নে কাজ করে গেছেন তিনি।