শাল্লায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রী ও স্থানীয় এমপির অনুদান
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাও গ্রামে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় ক্ষতিগ্রস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও এলাকার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নোয়াগও সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৯০টি পরিবারকে নগদ ৫হাজার টাকাসহ বেশী ক্ষতিগ্রস্থ ৫০টি পরিবারের মাঝে আরও ৩হাজার টাকা ও ১ বান্ডিল করে ডেউটিন বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। বিতরণকালে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্থ নোয়াগাঁও গ্রামবাসীর পাশে রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। ঘরবাড়ি মেরামত করার জন্য ঢেউটিন ও সাথে নগদ টাকা দেওয়া হয়েছে। খাদ্য সহায়তা হিসেবে চাল দেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাশেদ ইকাবাল চৌধুরী, শাল্লা উপজেলার পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার আল মুক্তাদির হোসেন, হবিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল। একইস্থানে বেলা ২টায় দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ ৯০ টি পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার পক্ষে ৫হাজার টাকা করে প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ, দিরাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্লাহ, দিরাই পৌর মেয়র উপজেলা যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য নাজমুল হক, সংসদ সদস্যের ব্যাক্তিগত সহকারী পিন্টু হাওয়াই, হাবিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিবেকানন্দ তালুকদার বকুল, সাবেক চেয়ারম্যান সুবল চন্দ্র দাস, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শাহজাহান সরদার প্রমুখ।