শাল্লায় হামলা, প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদলের পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক :: গত ১৭ মার্চ হামলায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার সংখ্যালঘু পল্লী নোয়াগাঁও পরিদর্শন করেছে বিভিন্ন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদল। মঙ্গলবার দুপুরে আক্রান্ত গ্রাম পরিদর্শন শেষে গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও প্রতিবাদী গণসংগীত পরিবেশন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উদীচীর নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতাদের সাাথে মিলিত হন। প্রতিবাদ সমাবেশে সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট সভাপতি চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জমসেদ আনোয়ার তপন, বাম গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী ও সিপিবি প্রেসিডিয়াম সদস্য ক্বাফি রতন, বাসদ নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, মৌলভীবাজার জেলা উদীচীর সাধারণ সম্পাদক ইউসুফ আলী, দিরাই উপজেলা উদীচীর সভাপতি নারায়ন দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, দক্ষিণ সুনামগঞ্জ উদীচীর সভাপতি শ্যামল দেব, শাল্লা উদীচীর সভাপতি তরুন কান্তি দাস, সাধারণ সম্পাদক চম্পা তালুকদার, সুনামগঞ্জ জেলা যুব ইউনিয়নরে সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি নিমাই সরকার প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় কমিটির সদস্য রুমি প্রভা, রিনি চৌধুরী, সৌরভ কর্মকার দিরাই উদীচীর সাংস্কৃতিক সম্পাদক অনুপম দাস, সাহিত্য বার্ষিকী সম্পাদক অরণ্য কিরণ, অর্থ সম্পাদক বকুল বণিক, অংকুর সেবা ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বক্তারা হিন্দুপল্লীতে হামলাকারীদের দ্রুত বিচার দাবী করেন এবং এই ঘটনার পিছনের ইন্দনদাতাদের খুজে বের করে বিচারের মুখোমৃুখি করার জোর দাবী জানান।