জাতীয়

অসাম্প্রদায়িক রাস্ট্র টিকিয়ে রাখতে যা দরকার সব করবো- ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : : বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হামলায় ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু গ্রাম নোয়াগাঁও পরিদর্শনে এসে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ওই ঘটনায় পুলিশ একা কাজ করছে না। সরকারের অন্যান্য ডিপার্টমেন্টও কাজ করছে। জড়িতদের এক এক করে খোঁজে বের করা হবে। গ্রামের লোকদের দ্রæত বিচার আইনে মামলা নেয়ার দাবীর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কার্যকর ব্যবস্থা যদি না হয়, তাহলে দ্রæত বিচার আইনে লাভ কি। বিষয়টা হলো, দ্রæত বিচার আইনের মামলায় ৭ দিনের মধ্যে চার্জশিট দিয়ে আদালতে পাঠাতে হয়। এরপর বড়জোড় আরও ৭ দিন সময় বাড়ানো যায়। কে অপরাধ করলো কে করলো না সেটা জানা দরকার। ৭ দিনের মধ্যে চার্জশিট দিলে অনেক অপরাধীরা পার পেয়ে যাবে। আপনারা ভাববেন না দ্রæত বিচার আইনে মামলা হয়নি বলে ভুল হয়েছে। বরং দ্রæত বিচার আইনে মামলা হলে ভুল হতো। ওই ঘটনায় ইন্ধনদাতাদের খোঁজে বের করতে হবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখানে এসেছি। অসাম্প্রদায়িক রাস্ট্র টিকিয়ে রাখতে যা যা করা দরকার আমরা সবটা করবো। এরআগে হামলায় ক্ষতিগ্রস্থ গ্রাম পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবার প্রতি ৫হাজার টাকা ও গ্রামের ১৫০টি পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এছাড়া নোয়াগাঁও গ্রামে একটি সার্বজনীন মন্দির প্রতিষ্ঠার গ্রামবাসীর দাবীর বিষয়ে প্রতিমন্ত্রী দ্রæত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। বৃহস্পতিবার দুপুরে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোলাপ এমপি, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল হামিদ জমাদ্দার, সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন, হিন্দু কল্যাণ ট্রাস্টের উপ-পরিচালক প্রশান্ত কুমার বিশ্বাস, ট্রাস্টি বোর্ডের সচিব ডা. দিলীপ কুমার ঘোষ, ট্রাস্টি অশোক মাধব রায়, রাজেন্দ্র চন্দ্র দেব মন্টু ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতারা। এ-র আগে দিরাইয়ে পৌঁছে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ ও দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

পূজা উদযাপন পরিষদের নোয়াগাঁও পরিদর্শন

গত ১৭ মার্চ হামলায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু অধ্যুষিত গ্রাম নোয়াগাঁও পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা। বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত নোয়াগাঁও পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন তারা। এসময় ১শ পরিবারে বস্ত্র ও ৯২টি পরিবারে লক্ষাধিক নগদ অর্থ বিতরণ করেন। উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মৃত্যুঞ্জয় ধর ভোলা, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সহসভাপতি স্বপন দাস, সন্তোষ রায় সন্তু, নবেন্দু দাস, বিপ্লব তালূকদার, রাজীব সরকার, সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক রঞ্জন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহযোগী সম্পাদক মলয় পুরকায়স্থ, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, দিরাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়, পূজা উদযাপন পরিষদের কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতিঅখিল বিশ্বাস, শাল্লা উপজেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী অধ্যাপক তরুণ কান্তি দাস প্রমুখ।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap