দিরাইয়ে শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালন

নিজস্ব প্রতিবেদক :: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী পুলিশের সাথে সংঘর্ষে নেতাকর্মী হতাহতের প্রতিবাদে কেন্দ্রীয় হেফাজতে ইসলামের ডাকা হরতাল সুনামগঞ্জের দিরাইয়ে অর্ধদিবস শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। রবিবার সকাল থেকেই হেফাজতের নেতাকর্মীরা হরতালের সমর্থনে দিরাই পৌর শহর ও উপজেলার বিভিন্ন সড়কে অবস্থান নেন। দিরাই-মদনপুর ও দিরাই-শ্যামারচর সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গোড়া ফেলে অবরোধ করে রাখে হেফাজত নেতাকর্মীরা। দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল। দিরাই পৌর এলাকায় দুপুর পর্যন্ত দোকানপাট বন্ধ ছিলো। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুপুরে হেফাজতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার জামে মসজিদের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। দিরাই উপজেলা হেফাজতে ইসলামের যুগ্ম সম্পাদক ওবায়দুল হক চৌধুরীর পরিচালনায় পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতের সহসভাপতি মাওলানা নুরুদ্দিন, মাওলানা শরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মুখতার হুসাইন চৌধুরী, সহসাধারণ সম্পাদক নোমান আহমদ, সহসম্পাদক শিহাব উদ্দিন, প্রচার সম্পাদক আবিদুর রহমান, হেফাজত নেতা ইলিয়াস আহমদ, হাবিবুর রহমান, নুর আলী, হাসান আহমদ, ইউনুছ, মারুফ আহমদ ঈসা, ওবায়দুল্লাহ তাহমিদ, সালেহ মুসা প্রমুখ।
এদিকে দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে দুপুরে দিরাই পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে নেতৃত্ব দেন দিরাই উপজেলা যুবদলের আহবায়ক মঈনুদ্দিন চৌধুরী মাসুক।
সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল বলয়ের নেতাকর্মীরাও দিরাই বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেছে।