দিরাইয়ে ঝড়ে উড়ে গেল সরকারি ১৫ ঘরের ছাউনি

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শ্যামারচর নতুন হাটিতে ভূমিহীনদের দেয়া মুজিব বর্ষের উপহারের সরকারি ১৫ ঘরের ছাউনি ঝড়ে উড়ে গেছে। একই স্থানে নির্মিত বাকি ১০ টি ঘরের ছাউনি দুমড়েমুচড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ঝুলে আছে। মঙ্গলবার (৩০ মার্চ) রাত ৯ টায় বয়ে যাওয়া ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়। এসময় ঘরগুলোতে বসবাসরত লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তারা ঝড়বৃষ্টির মধ্যেই ঘর ছেড়ে দৌড়ে পার্শ্ববর্তী বাড়িঘরে আশ্রয় নেন। উপকারভোগী বিদ্যুৎ দাস জানান, শ্যামারচর নতুন হাটিতে ২৫ টি পরিবার মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের সরকারের দেয়া ঘর পেয়েছেন। প্রত্যেক উপকারভোগী পরিবার নিয়ে ঘরে বাস করেন। মঙ্গলবার রাতে দমকা হাওয়ায় ঘরের ছাউনিগুলো একে একে উড়ে যেতে থাকে। নারীশিশুদের নিয়ে দ্বিকবিদিক ছুটতে থাকে অনেকেই। তিনি বলেন, নিম্নমানের কাজের জন্য এ অবস্থার সৃষ্টি হয়েছে।