সারাদেশ

বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা পরাভূত হবো না

নিজস্ব প্রতিবেদক :: কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন বলেছেন, আমরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধের সৈনিকেরা পরাভূত হবো না। আমরা মরে যাবো শহীদ হবো তবুও মৌলবাদীদের কাছে পরাজয় মানি না। বিষধর সাপ লাঠি দেখলে যেমন গর্তে যায়, তেমনি মৌলবাদীরা লাঠি দেখলে দৌড়ে পালায়। বৃহস্পতিবার (১এপ্রিল) বিকালে সুনামগঞ্জের শাল্লা উপজেলার হামলায় ক্ষতিগ্রস্ত হিন্দু পল্লী নোয়াগাঁও পরিদর্শনে এসে মানবিক সহায়তা প্রদান সভায় বক্তব্য প্রদানকালে তিনি উপরোক্ত কথা বলেন। বক্তব্যের শুরুতে আহমদ হোসেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের নাম ধরে বলেন, আল-আমিনকে আমি বলবো, ইয়াং ফোর্স, ইয়াং ফোর্স। যুবক, এই এলাকার যুবক কারা হাত তোলো। তোমরা শোন যুবকরা যুদ্ধ করে আর প্রবীণরা নেতৃত্ব দেয়। আরেকবার যদি আসে, হাজার হাজার লাঠি নিয়ে তাড়াতে হবে। বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ৭১ এর পরাজিত প্রেতাত্মারা বাবুনগরী মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা স্তব্ধ করে দিতে চায়। তারা ওয়াজমাহফিলের নামে সারাদেশে বিদ্বেষ ছড়িয়ে যাচ্ছে। বিএনপি জামায়াত মাঠে নামার সাহস পায় না। বাবুনগরী মামুনুলদের মাধ্যমে সারাদেশে ছোটখাটো মামুনুল বাবুনগরী গজিয়ে উঠেছে। তিনি স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, এই ধরনের ব্যক্তিদেরকে সামান্যতম প্রশ্রয় দিবেন না। সাপকে দুধকলা দিয়ে পালন করলে ঠিক যেই ঘটনা ঘটে, এদেরকে আমরা যতোই স্বীকৃতি দেইনা কেন, যতো ধরনের পৃষ্টপোষকতা করিনা কেন, যখনই সুযোগ পাবে, তখনই আমাদের উপর ঝাপিয়ে পড়বে। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। মহানবী হজরত মুহাম্মদ স. ইসলাম ধর্মের মর্মবাণী প্রচার করেছেন। তিনি কোন জায়গায় বলেন নাই, অন্যের ধর্মের মানুষকে আঘাত করতে হবে। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক সুজিত রায় নন্দী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন, কেন্দ্রীয় উপ- কমিটির সদস্য ব্যারিষ্টার অনুকূল তালুকদার ডাল্টন, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলআমিন চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু দাস, শাল্লার ইউএনও আল মোক্তাদির আহমদ। পরে কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারে পরিবারপ্রতি নগদ ৫হাজার টাকা, ৩০ কেজি চাল ও করোনা প্রতিরোধক এন্টিসেফটিক বিতরণ করা হয়। মোশাহিদ আহমদ দিরাই, সুনামগঞ্জ। ০১৭৩৫৫৫০৫৬৬

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap