সারাদেশ

দিরাইয়ে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ

দিরাই প্রতিনিধি :: পুলিশের গুলিতে হেফাজত কর্মী নিহতের প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দিরাই হেফাজতে ইসলাম। শুক্রবার (২এপ্রিল) বাদ জুম্মা দিরাই মধ্যবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহসভাপতি মাওলানা নুরুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী।

সমাবেশ শেষে নিহত কর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন, উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা শায়খ আজিজুর রহমান।

এরআগে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।

বক্তারা বলেন, হেফাজতে ইসলাম একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠন কাউকে ক্ষমতাচ্যুত কিংবা কাউকে ক্ষমতায় আনার জন্য কাজ করে না। পবিত্র কোরআন, মহানবী হজরত মুহাম্মদ সাঃ ও ধর্মের অবমাননা হলে হেফাজতে ইসলাম প্রতিবাদ করবেই। বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ গুলি চালিয়ে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা করেছে। হতাহতের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবী জানান বক্তারা।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap