জাতীয়সারাদেশ

দিরাইয়ে পুরুষ শুন্য গ্রামের নারী-শিশুদের খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু পল্লী নোয়াগাঁও গ্রামে হামলার ঘটনায় দায়ের করা দুই মামলায় গ্রেফতার আতংকে পুরুষ শুন্য দিরাই উপজেলার ধনপুর, নাচনী, চন্ডিপুর ও পার্শ্ববর্তী শাল্লা উপজেলার কাশিপুর গ্রাম। হতদরিদ্র অধ্যুষিত ওইসব গ্রামের নারী শিশুরা পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির অনুপস্থিতিতে খাবার, চিকিৎসার অভাব আর নিরাপত্তাহীনতা নিয়ে মানবেতর দিনপাত কাটাচ্ছিল। অসহায় এসব নারীশিশুর প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ ফিমেল একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সমাজসেবক জামিল চৌধুরী।

শনিবার দুপুরে পুরুষ শুন্য এসব গ্রামের প্রায় সাড়ে ৩শ পরিবারের মধ্যে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ভোজ্য তেল, ২ কেজি ডাল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন ও হাফ কেজি খেজুর বিতরণ করেন তিনি।

এসময় গ্রামবাসীর উদ্দেশ্যে জামিল চৌধুরী বলেন, নোয়াগাঁওয়ে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার পরপরই আমি ওই গ্রামে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়েছি। এই ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে কয়েকটি গ্রামের দরিদ্র লোকজন বাড়িছাড়া হয়ে আছেন। এসব পরিবারের নারীশিশুরা খেয়ে না খেয়ে আছে। বর্তমানে হাওরাঞ্চলের একমাত্র বোরো ফসল গোলায় ওঠানোর সময়। এই ঘটনায় জড়িতরা অনেকেই গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করা হউক। তবে নিরপরাধ লোকগুলো যাতে গ্রামে ফিরে আসতে পারে, তারা যেন তাদের বেঁচে থাকার অবলম্বন বোরো ফসল ঘরে তুলতে পারে, সে ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের আহবান জানাই।

বিতরণকালে উপস্থিত ছিলেন, দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া প্রমুখ।

এরআগে গত ২৯ ও ৩০ মার্চ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে গ্রামগুলোর নারী শিশুদের দুর্দশা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap