
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে করোনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হয়েছে। মঙ্গলবার দুপুরে দিরাই উপজেলার নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন দিরাই এভারগ্রীণ রেলওয়ে মুক্ত রোভার স্কাউট দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে ওই প্রচারাভিযান চালান। এসময় পথচারী ও ব্যবসায়ীদের করোনা প্রতিরোধে মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করেন এবং বিভিন্ন দোকানে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার জন্য দুরত্ববিধি মেনে বৃত্ত অংকন করে দেন।
ইউএনও মাহমুদুর রহমান মামুন বলেন, দেশে প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ৭ দিনের লকডাউন ঘোষণা করেছেন। করোনা থেকে সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। তিনি জানান, লকডাউন চলাকালীন এভারগ্রীণ স্কাউটের সদস্যরা মাস্ক, স্যানিটাইজার নিয়ে মাঠে থেকে করোনা প্রতিরোধে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করবে।
এসময় স্কাউট লিডার তায়েফ চৌধুরী, সদস্য অনুপম, জনি, তারেক, ফাহিম, শাহাদাত, মিশু, মারজান প্রমুখ উপস্থিত ছিলেন।