দিরাইয়ে আওয়ামীলীগ নেতা বিকাশ রায়ের পরলোকগমন

দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বিকাশ রায় (৫০) পরলোকগমন করেছেন। রবিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় সুনামগঞ্জ জেলা শহরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সদালাপী, হাস্যোজ্জল, কর্মীবান্ধব, সৎ রাজনীতিবিদ খ্যাত এই নেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুপুর ১২ টার দিকে বিকাশ রায়ের মরদেহ দিরাই উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বেলা সাড়ে ১২ টার দিকে দিরাই শ্মশান ঘাটে বিকাশ রায়ের অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। বিকাশ রায় দিরাই পৌরসদরের হারানপুর গ্রামের মৃত কিতিন্ড রায়ের পুত্র।
বিকাশ রায়ের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, লুৎফুর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় প্রমুখ।