জাতীয়

১৪ এপ্রিল থেকে একসপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন

কলম শক্তি ডেস্ক :: করোনার ঊর্ধ্বগতি ঠেকাতে ১৪ এপ্রিল থেকে ১ সপ্তাহের সর্বাত্মক লকডাউনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এ সময় জরুরি সেবা ছাড়া, সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলবে শিল্প কলকারখানা। ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব সরকারি, আধাসরকারি, সায়ত্ত্বশাসিত ও বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন। তবে বিমান, সমুদ্র, নৌ ও স্থল বন্দর এবং তৎসংশ্লিষ্ট অফিসগুলো এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap