সারাদেশ

দিরাইয়ে নদীতে তলিয়ে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবক

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাইয়ে নদীতে তলিয়ে মানসিক ভারসাম্যহীন এক যুবক নিখোঁজ হয়েছে। নিখোঁজ যুবক কবির মিয়া (৪০) উপজেলার করিমপুর ইউনিয়নের নাগেরগাঁও গ্রামের মনহর আলীর ওরফে মনু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ৩টার দিকে ওই যুবক বাড়ির সামনের দিকের মরা সুরমা নদীতে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১০টা) নিখোঁজ ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি। ইউপি সদস্য রুবেল আহমদ জানান, কবির মিয়া প্রতিদিন দুপুরের দিকে নদীতে নেমে গোসল করতেন এবং বেশ কিছুসময় সাঁতার কাটতেন। আজও তিনি গোসল করতে নেমে সাঁতরে মাঝ নদীতে চলে যান। এসময় কবির মিয়া তলিয়ে যেতে শুরু করলে চিৎকার করে উদ্ধারের আকুতি জানান। বাড়ির লোকেরা নৌকা নিয়ে মাঝ নদীতে যেতে যেতে তিনি পাানিতে তলিয়ে যান। রুবেল আহমদ জানান, নিখোঁজের খবর পেয়ে দিরাই ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার কার্যক্রম শুরু করলেও নদীর গভীরতা বেশী হওয়ায় তারা ব্যর্থ হয়ে ফিরে গেছেন। এছাড়া স্থানীয় জেলেরা জাল দ্বারা দীর্ঘ সময় খোঁজাখুজি করেও এখনও কবীর মিয়ার কোন সন্ধান পায়নি বলে জানান তিনি।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap