জাতীয়
একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু

কলম শক্তি ডেস্ক :: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে গতকাল ১০২ ও গত পরশু ১০১ জন মারা গেছেন। এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৪৯৭ জন। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও চার হাজার ২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ২৩ হাজার ২২১ জন। আজ সোমবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমসবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৪ হাজার ১৫২টি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত আরও চার হাজার ২৭১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ।