সারাদেশ
দিরাইয়ে অসহায় ছিন্নমূল ও দিনমজুরদের মধ্যে ইফতার বিতরণ

স্টাফ রিপোর্টার ঃ দিরাইয়ে অসহায় ছিন্নমূল, দিনমজুর ও মানসিক ভারসাম্যহীনদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। দিরাই সরকারি কলেজ রোভার স্কাউটের উদ্যোগে বুধবার বিকাল ৪ ঘটিকায় সিনিয়র রোভারমেট মোঃ শরীফ রব্বানীর নেতৃত্বে দিরাই পৌরসভাধীন থানা পয়েট, উপজেলা পয়েন্ট, বাসসৃট্যান্ড, বাজার ব্রিজ ও মুক্তিযোদ্ধা চত্বরে ৫০ জনের মধ্যে এই ইফতার বিতরন করা হয়। বিরতণ সার্বিক তত্ত্বাবধান করেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া। উপস্থিত ছিলেন দিরাই সরকারি কলেজ রোভার স্কাউটের রোভারমেট মোঃ সাব্বির আহমেদ, সদস্য সোহানূর রহমান সাগর, পাবেল আহমেদ, শরিফ তালুকদার, মিনহাজ আহমেদ, নয়ন মিয়া প্রমূখ।