দিরাইয়ে ভ্রাম্যমাণ মাছ বাজার উদ্বোধন
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি:: করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা জনসাধারনের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরন ও করোনা সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের দিরাইয়ে ভ্রাম্যমাণ মাছ বাজার উদ্বোধন করা হয়েছে। দিরাই উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এনএটিপি-2 প্রকল্পের আওতায় রোববার (২৫ এপ্রিল) উপজেলা প্রশাসন চত্বরে ভ্রাম্যমাণ ওই মাছ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন। এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল আলম প্রমুখ। শরীফুল আলম বলেন, করোনাকালীন সময়ে ঘরে থাকা মানুষের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে এই উদ্যোগ। তিনি জানান, ভ্রাম্যমাণ মাছ বাজার বিভিন্ন পাড়া-মহল্লায় যাওয়ার পাশাপাশি কিছু মোবাইল ফোন নম্বর দেয়া থাকবে। এসব নাম্বারে কল করে চাহিদা জানালেই ন্যায্যমূল্যে মাছ পৌঁছে দেয়া হবে দোরগোড়ায়।