জাতীয়
দিরাইয়ে হাওর থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন অজ্ঞাত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বরাম হাওরের মঙ্গলপুর এলাকা থেকে হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ মার্চ) রাত ১০ টার দিকে দিরাই থানা পুলিশ লাশটি উদ্ধার করে। দিরাই থানার সেকেন্ড অফিসার সজীব দত্ত ঘটনার বিষয় নিশ্চিত করে বলেন, লাশের হাত-পা বিচ্ছিন্ন মস্তকবিহীন অবস্থায় পাওয়া গেছে। পরে খোঁজাখুজি করে হাত-পা উদ্ধার করা হলেও মস্তক এখনো (রাত ১১টা পর্যন্ত) খোঁজে পাওয়া যায়নি।