দিরাইয়ে আ.লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি একাংশের প্রত্যাখান
নিজস্ব প্রতিবেদক :: ‘সম্মেলন প্রস্তুতি কমিটি’ গঠন নিয়ে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামীলীগের বিবাদ ফের মাথাচাড়া দিয়েছে। দলের একাংশ শুক্রবার জরুরী সভা ডেকে এ কমিটি অবৈধ ও অগঠনতান্ত্রিক আখ্যা দিয়ে প্রত্যাখান করেছে। কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ মিছিলও করেছে তারা।
দলীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমন গত বৃহস্পতিবার (৬ মে) প্রবীণ রাজনীতিবিদ আলতাব উদ্দিনকে আহবায়ক করে ২১ সদস্যের দিরাই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন করেন। এর জের ধরে শুক্রবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে তাঁর বাসভবনে জরুরী সভা হয়। সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সদস্য ধনীর রঞ্জন রায়, দিরাই উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান মতি, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
সভায় আওয়ামীলীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে সম্মেলন প্রস্তুতি কমিটিতে স্থান পাওয়া নেতারা অনুপস্থিত ছিলেন।
এরআগে ২০১৯ সনের ১০ নভেম্বর দিরাই উপজেলা আওয়ামীলীগের আরেকটি সম্মেলন প্রস্তুতি কমিটি জেলা সভাপতি সম্পাদক অনুমোদন দিলেও পরবর্তীতে ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়।
দিরাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মোশাররফ মিয়া বলেন, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ রায় একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানার কারণে পলাতক থাকায় বর্তমান কমিটির সভাপতি আছাব উদ্দিন সরদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আমি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছি। আমরা কিংবা তৃণমূলের কাউকে না জানিয়ে করোনা মহামারীতে প্রস্তুতি কমিটি গঠন অবৈধ, অগঠতান্ত্রিক ও কালো টাকার ফসল। তিনি বলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান আমেরিকা গমনের দিনক্ষণ চুড়ান্ত করে কমিটি গঠনের নামে পকেট ধান্দায় নেমেছেন। আমরা এই কমিটি প্রত্যাখান করছি। মোশাররফ মিয়া বলেন, ষোষিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিগত জাতীয় নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরোধিতা করেছেন। যার প্রমাণ আছে। তিনি নিজে আনারস প্রতীক নিয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করেছেন। এ পরিস্থিতিতে ত্যাগীরা রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এসব বিষয়ে আমরা আজকে জরুরী সভা করেছি। সব তথ্য-প্রমাণ ও আজকের সভার সিদ্ধান্তসমূহ আমাদের অভিভাবক মাননীয় সভানেত্রী সহ দলের দায়িত্বশীলদের জানানোর প্রস্তুতি চলছে।