সারাদেশ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ফুলকাছ মিয়া

কলম শক্তি ডেস্ক :: গত বুধবার (৫ মে) কয়েকটি জাতীয়, স্থানীয় দৈনিক ও অনলাইন পোর্টালে ‘দিরাইয়ে কাবিটা প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওই প্রকল্পের সভাপতি ও ইউপি সদস্য ফুলকাছ মিয়া।

লিখিত প্রতিবাদে তিনি ওই সংবাদটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও সত্যের অপলাপ বলে উল্লেখ করেন। ফুলকাছ মিয়া আরও উল্লেখ করেন, কাবিটার ২লক্ষ ৮০হাজার টাকার ওই প্রকল্প গ্রামের লোকদের সাথে পরামর্শ করে এবং সংশ্লিষ্ট তদারকি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে নকশা মেনে করা হয়েছে। কোন অনিয়ম দুর্নীতি হয়নি। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা অহেতুক আমাকে হয়রানি করার উদ্দেশ্যে এমন অভিযোগ করেছে। তিনি বলেন, আমার বড় ভাই এলখাছ মিয়া কুলঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের টানা তিনবার নির্বাচিত সদস্য ছিলেন। তিনি যুক্তরাজ্যে প্রবাসে চলে যাবার পর আমি টানা দুইবার এই ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছি। অনিয়ম দুর্নীতির সাথে জড়িত থাকলে মানুষ আমাদের ভোট দিতো না। আমার জনপ্রিয়তায় ইর্শ্বান্বিত হয়ে প্রতিপক্ষরা অপপ্রচারে নেমেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবেদকের বক্তব্য :: দিরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবরে, স্থানীয় এক লোকের করা অভিযোগের প্রেক্ষিতে নিউজটি করা হয়।

Related Articles

Back to top button
Share via
Copy link
Powered by Social Snap